আমার বোনেরা ধর্ষিতা হলে ক্রূর হাসি হাসে যারা
আর যাই হোক, মানবতার কাণ্ডারি নয় তারা!
হাসপাতালেও ছুঁড়ল বোমা যারা
মানবতার ফেরিওয়ালা আজ তারা!
গাভির ছেলেরা গণমাধ্যমে অহর্নিশ
আমারি ক‌ওমের নামে ছড়ায় বিষ!
আর যাই হোক, আমার জাতির বন্ধু তারা নয়!
ভয় নেই মোর, অচিরেই তারা মানবে পরাজয়!
মাহদি-মহীরুহ যবে উঠবে মাটি ফুঁড়ে,
দেখব তাদের পরাণ-পাখি কোথায় যায় উড়ে!
রাঙবে যবে আকাশ-বাতাস হেদায়েতের নূরে
হেরার আলো জ্বলবে ফের সকল হৃদয়পুরে।
রক্তখেলায় উঠব মেতে ধর্ষক যত মেরে,
জাহানের বুকে ন্যায়ের কেতু আমরা দেব গেড়ে।
            — সেখ আজমাইল
            — শনিবার, কলকাতা- ৭০০০১০
            — ২৪ শে কার্ত্তিক, ১৪৩০ সাল
             — রাত্রি দুই ঘটিকা