আজ বুঝি;

হয়তো তুমি সত্যিই জুড়ে ছিলে,
আমার সবটুকুটাকে ঘিরে
আমার মনমাঝের নির্জন জমিতে
ভালোবাসা মুক্ত করেছো ধীরে ধীরে

আজ সেই সবটুকু ঘিরেই বাঁচি আমি!
জানিনা নিজেই, হয়তো তিলে তিলে মরছিও
তোমায় করা সেই একটু একটু অবহেলা
মৃত্যুসম উপভোগ করছিও।

দেখো!! তাইতো তোমার পাপী  আজ, বড্ড একা;
বৃষ্টিধারা ছুঁয়ে ভাবি,ও গো, কোন জন্মে তোমায় আবার পাবো;
নিদ্রায় বড্ড কানে বাজে আজ,তোমার সে কথা,
"কি গো ওঠো, আমি চললাম না ফেরার দেশে, একটু ভালোবাসা নিতে যাবো"