ঠিক বছর আগেই তোমার সাথে,
বর্ষামুখর এক, রোমান্টিক রাতে,
হঠাৎ দেখার মাঝেই কথায়, ঘটলো পরিচয়;

স্বভাবে লাজুক ছিলেম আমি,
তবে, মিশুকে বড্ড ছিলে তুমি
কথার মাঝেই হঠাৎ পাজি, বৃষ্টি শুরু হয়।

টুপটাপ তোমার শরীর জুড়ে,
যখন বৃষ্টিজলেরা ঠাঁই পায়
ইচ্ছে করলেও সরে না চোখ,
তোমায় মন ভরে শুধু দেখেই যায়

তোমায় কাছে পাওয়ার ইচ্ছে,
যেন আরও আমায় টানতে থাকে
ভাবি মজার সুযোগ নেওয়াই জাগ,
দুষ্টমির এই মিষ্টি ফাঁকে

হঠাৎই, তোমার হাতটি ধরে, ছুট দিলাম, ওই রাস্তাজুড়ে
খুঁজতে ছিলাম কোথাও যেন,একলা দুজন স্থান পাই;

ঝাঁপবন্ধ এক দোকানশেডে,অবশেষে ক্লান্তি দুজনার মেটে,
ঠোঁটে হাসিটা উছলে পরে,এর চেয়ে বেশি আর কি চাই?

কেউ নেই যে দুজন মাঝে
এখন, চুপ করাটা কি আমার সাজে?
জমিয়ে গল্প দুজনার চলে,যেন ঘড়ির কাঁটাটা থমকে পরে
মনে হয় যেন আমিও কাউকে খুঁজে পেলেম,
মেঘ জমা এই মনের ঘরে।