নিহারিকার এক নিঃসঙ্গ নক্ষত্র সে
পৃথিবীর ন্যায় জীবাণুর অস্তিত্ব নেই সেথায়,
বন্ধুহীন ভাগ্যবান তারকা,তাকে ঠেকায়'ই বা কে।
তার নেই কোন অতীত নেই বর্তমান নেই ভবিষ্যৎ
ঝলমলে উজ্জ্বল জীবন তার দুঃখ নেই ইষ্যৎ।
উর্বর মস্তিষ্কে তার নেই কোনো স্মৃতির জীবাশ্ম
চিন্তা মুক্ত নক্ষত্র সে ইয়াই তার সর্বকালের ঐশ্বর্য।
জগৎ নাটক দেখছে অনন্ত ছায়াপথের বিস্তারের মাঝে
দর্শক হয়ে দেখছে মানব অভিনেতাদের ভিন্ন সাজে,
ভবিষ্যৎহীন নক্ষত্র দিব্যি দৌড়োয় তার স্বভাবে
জগতের জীবাণু পাগলা গারদে নাচেই বা কিভাবে?