আজ যেন রাত আরও অন্ধকার
আসে পাশে কারও সারা নাহি আর
সায়িত ছেলের কাছে বসে ঢুলছে মা
তবুও শেষ সময়ে আদরে টিপছে পা
মশারি কেনার সামর্থ্য নাই,
বুনো মশার শব্দ সবর্দা পাই
ভয়নাক পরিচয় তাদের
প্রকাশ পেতে নাহি আর দের।
ফসল ওঠেনি এবার ভাদ্রের
কর্তা মাহি বলে এ দুর্দিন তাদের,
দুঃখি মস্তিষ্কের মা কেঁদে বলে
কত কষ্ট সইবো কালে কালে।
সজ্জায়িত ছেলের কপোলে অশ্রু বইছে অঝোরে
তবু অন্তিম পর্বে মা রেখেছে বড়ই যতনে
তাহার মুখে একটা প্রশ্ন ছাড়া বুলি ফোটে না
"মা" রাত শেষ হবে কবে,সকাল কি আর হবেনা?
এভাবে কাটে তাহাদের দিন কাল,
কে জানে কেন এত দুঃখে ভরা কপাল
যানিনা কবে হবে সকাল।
কবে ঘুচবে তাদের দুঃখের কাল,
তোমাদের নিকট মোর এ প্রার্থনা
কাউকে দিওনা কষ্ট বেদনা।
তুমিও হতে পারতে তাদের মতোন
স্রষ্টা তা করেনি,করেছে যতন।