অভিশপ্ত আমি,অভিশপ্ত তুমি,
অভিশপ্ত এ গোটা পৃথিবী,
তবুও অভিশপ্ত প্রেমে মগ্ন আমি।
কলংকিনী গোলাপ,কোথায় গেল হারিয়ে,
কে জানে কাকে অভিশপ্ত করতে।
ফের কোথায় পড়েছে বেড়িয়ে,
সকল স্মৃতি, দুঃখ-বেদনা ভুলে।
আমি যে তোমারি,বোঝাবো তা কোন কালে,
কালে,ভাদ্রে, ভালে-উপসমে-?
ব্যর্থ পঙ্গু খর্ব প্রাণের বিকল শাসন ভেঙ্গে,
এসেছি আমি,চাহনা একবার মায়াবী
চোখ দু'খানা মেলে!!!