বিশ্ব যখন অবিচারে গেছে ছেয়ে
সকলে তখন স্বাধীনতার দিকে চেয়ে।
ফিলিস্তিনে বোমা হামলা, ইসরাইলের অবিচার
কেউ কী দিতে পারবে এই দাহের সঠিক বিচার।জেলেনস্কির ইউক্রেনেতে করছে বোমা হামলা
এ কেমন করল বিচার বৃহৎ রাশিয়ার আমলা ।নাইজেরিয়াতে ছাত্র রক্তে বইলো নদীর স্রোত
মিয়ানমারে হয় ঘড়োয়া যুদ্ধ সব অড়িয়ে অধপ্রোত।
চীন আর জাপান যখন মনে মনে ফোশে
যুক্তরাষ্ট্র তখন মিছাইল ছোড়ার হিসাব নিকাশ কষে।
শান্তি আছে কী এ বিশ্বে এমন অস্থিতিশীল পরিবেশে,
দ্রব্যমূলের উর্ধ্বৰ্গতি আর মানুষের হাহাকার
তবুও যেন এ অবুঝ বাঙালি করছে হানাহানি বারংবার।