এলে আটই ফাল্গুন
হৃদয়ে জ্বলে আগুন
ভাষা শহীদ স্মরণে,


ছাড়িয়া ফাতিহা পাঠ
গড়েছি পূজার মাঠ
এসব কি কারণে?


দোয়া দুরুদ ছাড়ি
পুষ্প অর্ঘ্য পূজারি
ধরি নাস্তিকের কল,


শহীদ মিনার,সৃতিসৌধ
নীরবতার হীনবোধ
হিন্দুয়ানী পূজার ছল।

মাতৃ ভাষার মিথ্যে মায়া
একুশের কালো ছায়া
কে করিবে প্রতিরোধ?


শহীদের রক্তের মান
নিতান্তই হয় অপমান
লইবে কে তার প্রতিশোধ?