জ্ঞানশূন্য চিত্ত আমার- ধরশূন্য দেহ;
মনশূন্য মানুষ আমি; পাশান বিবর্ণ।
আত্মগ্লানি ভোলা প্রানি- মানুষ না রয়;
নিজেরে দেখতে বীর, দৈত্ত রূপ লয়!


শেওলা জমাই মনে- প্রকৃতি বিপন্ন!
আমার লোভ আগুনে পোড়ায়ে- অন্তশূন্য।
সত্য খুঁজিতে গিয়ে- ভুলেছি কি বাস্তব!
ধারনারে আপনায়ে, বধির, বিদগ্ধ।


একা বসে সঙ্খনীড়ে, সত্য খুঁজিয়া ফিরে!
ধারনার বশে সবই মিথ্যা প্রতিপন্ন।
দু'নয়নে না দেখিলে, না চিনিলে পরে-
কেমনে বল কবি, ভালবাসি তারে!


ভালবাসা অন্ত:সার, বোঝেনা যুক্তি।
না দেখিয়াও প্রেম হয়! কে বুঝে তার ব্যাপ্তি?
লেখকও ভালবাসেন কল্প চরিত্র।
ভাল-মন্দের মিশ্রনেই- গড়েন অতুলনীয়।


আবেগের রূপদানে হয়ে ওঠে বিমূর্ত!