কবি, তুমি গাও নিয়ম ভাঙ্গার গান;
নিয়মের বেড়াজালে তুমি বড্ড বেমানান।
আবেগের দুনিয়ার রাজা- ব্যাকরণে আবদ্ধ!
বাকরুদ্ধ হয়ে অনেকটাই মৃতপ্রায় চেতনা;
তাই ডুকরে কাঁদেনা তোমার মন কোন অন্যায়ে।
বিপ্লবী-প্রতিবাদী তোমার কলম-
আর ঝড় তোলে না কোন ক্ষোভে।


কবি, তুমি হারিয়ে যেওনা হাজারের ভিড়ে!
সাধারণের মাঝে তোমার সৃষ্টি অনন্য।
কবি, তুমি লিখে চল-
তুমি ফিরে এসো বিপ্লবী কোন গান নিয়ে।
সেই দামামায় মুছে দিয়ে গ্লানি,
নিয়ে এসো নিয়ম-ভাঙ্গার স্রোত।
কবি, তোমার বিপ্লবী কবিতার প্রতীক্ষায় বাংলা।।
কবি, হারিয়ে যেওনা কালের স্রোতে।
        -ফিরে এসো সময়ের দাবীতে।।