আজকাল কবিতা আসে না অবচেতনায়
মুঠোফোনের স্পর্শকাতর পর্দায় চালানো হয়না স্পর্শকাতরতার খেলা
হঠাৎ যেন অবচেতনা হারিয়ে যাচ্ছে কোথায়
চেতনার জগতে ফেরার রেলে চেপেছে জীবন
কী দূর্বিষহ সচেতনতায় বন্দী জীবন
রূটিন বদ্ধ....যান্ত্রিক.... বড় বেশি একঘেঁয়েমিপূর্ণ স্বাভাবিকতা
ইনসমনিয়াটাও চলে গেল আমায় ছেড়ে
এতো সেই চিরচেনা পুরনো যাপিত জীবন
ঠিক ততোটাই বৈচিত্রহীন দূর্বিষহ যতোটা রেখে হারিয়েছিলাম অবচেতনায়
এ জগতে মৃত্যু ভয়ঙ্কর....অবচেতনায় শতবার মরা যায় পূণর্জন্মের মোহে
চেতনার এই জগতে ফিরতে চাইনা আর
কেউ আমাকে অতোটা কষ্টের অনুভূতি বিক্রি কর
আমি আমার সব কবিতার দামে কিনে নেব তোমার সবটুকু কষ্ট
তোমার জন্য মৃত্যু উপত্যকায় হেঁটে যাবো বারবার।