তোমার মরচে পরা আত্মায় ফুলের সুবাসটুকু পৌঁছে দিয়েই
আমি হবো আমাতে বিলীন
ঠিক সেই প্রাগৈতিহাসিক সভ্যতাগুলোর মাঝে
আমি খুঁজে বেড়াবো তোমাকে অবিশ্রান্ত ভাবে
আমি জানি তুমি ছিলে তখনো
কোন এক অশ্বথ বৃক্ষের নীচে সন্ন্যাসিনী বেশে
অথবা রাজকুমারী হয়ে সাঁজানো বাগানে ঘুরে বেড়াতে
আজ ও তাই আমি থেমে যাই প্রতিটি অশ্বথ বৃক্ষের নীচে এসে
তবে সাঁজানো বাগান গুলো এড়িয়ে যাই বিরক্তিতে
আমি তোমার আদি সত্তায় একীভূত হয়ে কাটাতে চাই
অনেকটা দ্বৈত সময় ..... একাকিত্বের আবরণে।