তুমি আমার সমান্তরাল মানুষ হবে?
পুরোটা পথ একই সমান দুরে রবে
মিলবে নাকো আমারই মত তোমার মতে
তবু আমরা হেঁটে যাবো একই পথে।


তুমি আমার বৃত্তাবদ্ধ জীবন হবে?
যেই জীবনে শুধুমাত্র তুমিই রবে
ইচ্ছেমতো বৃত্তটাকে সাঁজিয়ে নিয়ে
আমার চোখে ভালবাসার বিন্দু হবে।


তুমি আমার কাব্য লিখার খাতা হবে?
সব কবিতায় ভালবাসার ভাষায় রবে
তোমার রূপে কাব্য গুলো ছন্দ পেলে
তুমি আমার কবিতা পাঠের কন্ঠ হবে।


তুমি আমার একাকীত্বের মৃত্যু হবে?
বিষন্নতায় বিষ মেশানো বন্ধু হবে?
তোমার মনের আমার মনের ইচ্ছেগুলো
দুজন মিলে পূরণ করার সঙ্গী হবে।


তুমি আমার জীবননাশী মৃত্যু হবে?
তোমায় চেয়ে না পাওয়ায় জীবন আমার শূণ্য রবে
যেদিন আসবে তুমি মৃত্যুবেশে আমার হয়ে
তোমায় পেয়ে জীবন সেদিন পূর্ণ হবে।