তুমি না এলে
শুধু তুমি না এলে
বড় জমে যেতো সময়টা
নীরবতায়
কপটতায়
বিশৃঙ্খলায়
বড় জমে যেতো সময়টা।


তুমি না এলে
শুধু তুমি না এলে
থেমে যেতো সময়
থেমে যেতো চঞ্চলতা
থেমে যেতো একদিন কবিতার পথচলা
গল্পদের সীমানায়।


তুমি না এলে ঐ ক্লান্ত বৃষ্টির ফোঁটা
মেঘের কোলে ঘুমিয়ে চলে যেতো অন্যদের শহরে
তুমি না এলে ভালোবাসা ভুলে যেতো আত্মপরিচয়
তুমি না এলে বিষন্নতা বাঁচতে শিখতো
আমার মরুভূমিতে তৈরী হতো ইচ্ছেমতো মরুঝড়
আমার সমুদ্রে ঝড়তে দিতাম ইচ্ছেমতো অযথা বৃষ্টি
তুমি না এলে...শুধু তুমি না এলে
আমি হতাম আমার মতো স্বেচ্ছাচারী।