আমার প্রতিবিম্বের প্রতিক্রিয়ায় প্রতিযোগিতার প্রতিচ্ছবি দেখি
নিশ্চুপ থেকেও প্রতিধ্বনিতে শুনি প্রচন্ড অট্টহাসি
প্রতিমূহুর্তে প্রতিবাদ করি প্রবল সংশয়ে
তবু ভাসমান প্রতিশোধ দেখি প্রতিনিয়ত প্রতিবিম্বে
ক্রীড়ানক আমি আমার আমিত্বের
নিজস্ব প্রতিবাদের প্রতিকার খুঁজি প্রতিক্ষণে
প্রসারিত হই
প্রমাণিত হই
তবু প্রয়োজনেও রই অপ্রকাশিত
প্রশ্নবিদ্ধ হই
পরিশ্রান্ত হই
পরিমিত হই
প্রান্তিকতার মাঝে প্রচ্ছন্ন এক পরাজয় খুঁজি
পর্যায়বৃত্ত আচ্ছন্নতায় ভুগে হতে থাকি পরিশুদ্ধ
প্রত্যহ খুঁজি প্রেষণা
পরিবেষ্টিত হই প্রকট হয়ে ওঠা আমিত্ব দ্বারা
প্রেতাত্মা হয়ে গ্রাস করে আমার আমিত্ব
পরিমিতিবোধ ভুলে হয়ে উঠি প্রবলভাবে অপ্রত্যাশিত
প্রাণহীন হয়ে রই জড় পদার্থের মতো
পরিনামে হয়ে উঠি প্রতিক্ষণে পরিণত
প্রত্যাশা ফেলে একটু এগোতেই দেখি
আমিত্বটাই ছিলো পরোক্ষভাবে প্রত্যাশিত
অথচ ততোক্ষণে আমি পথিক হয়েছি
হয়েছি নিজদেহে পরবাসী।