প্রিয়তমা প্রিয়জন পর্দা কেন করবে
আল্লাহ্‌র দেওয়া আমানতের হেফাজত
তুমি করবে।

পর্দার মাঝে নিজেকে আড়াল রাখবে,
আল্লাহ্‌র ওয়াদা তোমাকেও রক্ষা করবে।

পর্দার ভিতর লুকিয়ে রবে তুমি,
আল্লাহ্‌ তোমাকেও অনুগ্রহ করবেন খুবই।

পর্দা দিয়ে ঢেকে রাখবে তোমার তুমি কে,
আল্লাহ্‌ জান্নাতে মর্যাদা দিবেও তোমাকে।

জীবন দিয়ে হলেও আমানত রক্ষা করবে,
আল্লাহ্‌র প্রতিশ্রুতি তোমাকেও জান্নাত দিবে।