করোনা কালের আগে প্রাণ চঞ্চল
         হয়ে থাকতো প্রাণের পুরো ক্যাম্পাস,
হাসি কান্নার আমেজে জমে উঠতো কত আড্ডা,
     তর্কে বিতর্কে মেতে উঠতাম আমরা সকলে,
আবার কেউ কেউ -
       জুড়ে দিতো মজার কত বিষয় বা ঘটনা।


করোনা পরবর্তীতে,
         ক্যাম্পাসে আর সেই আগের
              বৈচিত্র্যময় দৃশ্য আর দেখা যায় না,
শুধু বিরাজ করে এখন এখানে কেবল একছত্র নীরবতা।


কে বলবে?
       কিছুদিন আগেও এখানেই -
         জমে থাকতো নানা তর্কের সেই আড্ডা,
জমজমাট হয়ে থাকতো সেই কলাঝুপড়ি,
       সংসার বাঁধা হয়েছিল কত রংবেরঙের
              গানের কলির ছন্দে, সাথে কিছু হাসিখেলার  মজার বিতর্কের দ্বন্ধে।


   এখন প্রিয় ক্যাম্পাসে কোন  প্রাণ চঞ্চলতার  শব্দ নেই,
   নেই কোন ক্যাম্পাস মাতানো অঙ্গনের সেই প্রবীন আড্ডা,


     আছে কেবল গাছের ঝড়ে যাওয়া পাতার খড়খড় শব্দ , আর সাথে কিছু কতগুলো পাখির গুণগুণাণি কলকলানি।


~সেই ক্যাম্পাস | জয় বড়ুয়া আবির