যদি হতো কাহিনী আবার শুরু ,
হইতো তখন বদলাতো সব নিয়ম,
  হইতো তখন সম্ভব হতে পারতো
  আমাদের মিলে যাওয়া।।


হইতো মিলে আলাদা হওয়া
আমাদের নিয়তি তে হতো না,
হইতো তখন প্রেমের পায়ে,
  কোন বাধা ধরা নিয়ম ও থাকতো না,


হইতো তখন ভালবাসার পুকুরে
স্বপ্নের গোধুলির রঙ্গিন কুল কোথাও ভেষে উঠতো ;
হইতো তখন আমি আবার আসতাম
আর তোমার সাথে মিলে যেতাম,


মৃত্যু আগের সেই অন্তিম ক্ষণে
আবার এক সাথে হতাম
আর বলতাম,
"পরজন্মে যাতে আমাদের আবার তাড়াতাড়ি দেখা হয় সখী" ,


" আবার আমরা যেন সেই নীল আসমানে নিচের রঙের গোধুলিতে ভাসি,
আবার দু হাতে হাত রেখে
  কোন বসন্তের  হিমেল বাতাসে,
  সেই বর্ণিল রাস্তায় হাটি,"


হইতো তখন বদলাতো নিয়তির লিখন,
হইতো তখন আসতাম আমি
হতো আমাদের ফির মিলন