এই ক্ষণিকের প্রহরে হারিয়ে যাচ্ছি,
তুমি কি দেখছো, নিলাঞ্জনা!
তোমার সাথে মেলামেশার জন্য,
হইতো বা আর করা হবে না কোন নীবচে অবুঝ বাহানা,


এই বেলাতে সাথে আছে আমার,
কিছু অনুভুতি ও মন ভোলানোর আবেগের গোধুলি,
সব পিছুটান ফেলে যাচ্ছি আমি,
পাশে পাচ্ছি কেবল কিছু ভাললাগার মাধুরী আর একটুকরো স্মৃতির রংতুলি।


তবে আশা মনে কেবল এই যে কি,
খুশীর শ্রাবণ বুনে আবার আসবে,
ছাড়বে না সে হাত কোন পিছু ডাকেতে,
সেই আগের মতই ভালবাসবে!!


~নিলাঞ্জনা| জয় বড়ুয়া আবির