সে কি ফিরবে –


আহ্লাদি তুমি আসবে কি এক নিরব ধাধায়,


তার অপেক্ষায় –
কোন এক শরৎ অপরাহ্নের পরন্ত সূর্য তপে নিবাস আঙ্গিনায় বসে আছি,
শরতের সেই শিউলি ফুলের গন্ধে;


স্থবির হৃদয় এর আবেগ লিখে রেখেছি কত ছন্দে,
তবু সে আজও ফিরেনি–
জানিনা কোন ভুলের অনুভুতিতে বুনা দুঃসহ অভিমানের দ্ধন্ধের সংশয়ে;


সে কি ফিরবে না–
    হয়তো নক্ষত্রকল্প আমার অভিধান লেখনী তে লিখছে না,


হয়তো – সময়ের নিয়ন্ত্রতা অবিচল নক্ষত্র ক্রমে ক্রমে,
    সকলের প্রত্যাশা পূরণ করে না।


হয়তো বা সবার ভালবাসার উপাখ্যান রটে না,
     হয়তো নক্ষত্রশীলার মাঝে কখনো বা,
    মন আশাহতের কিছু রূপকথাও বুনে;


হয়তো– যেভাবে কোন এক পরন্ত বিকেলে,
    শরৎ যেমন শীতের মৃদু হিমেল কুয়াশায় হারিয়ে যায়;
হয়তো – তেমনি কিছু মন ভোলানোর অসস্তির উপচয়ও,
      আশার আলোকে প্রসন্নতা হারিয়ে ফেলে।


তেমনি,–
     এখনও—
         আহ্লাদি তোমার স্বল্প প্রতিক্ষার গোধুলিতে,
আপন নিবাস প্রাঙ্গনে বসে আছি কেবল তোমার পথ চেয়ে ;


কবে, ফিরবে তুমি,
       কবে, শেষ হবে এ নিরল নিস্তব্ধতার মুহূর্তক্ষণ;—

তুমি কি আজ ফিরবে?–
        আহ্লাদি কবে আসবে তুমি বল তো? –


জয় বড়ুয়া আবির


উৎসর্গিত - আমার এক কাছে বন্ধু ও তার ভুলতে না পারা ভালবাসার প্রতি।  সাথে উৎসর্গিত জন্মদাত্রী মাকেও।


অনুবাদ আহ্লাদির পরবর্তী খন্ডে উপস্থাপিত হবো।