১।
এক চিলতে বাড়ি আমার
একটা খালি ঘর
এক চালা এক জানালা, আর
একটা ভাঙা দোর।


২।
সুর তাঁর ছল নয়
মায়া লহরী
আকাশে বাতাসে ভাসে
গানের তরী।


৩।
মাটির পুতুল গড়ে তাতে
ভাসিয়ে প্রানের ভেলা
ঈশ্বর যিনি, খেলছেন তিনি
মৃত্যু নিয়ে খেলা।


৪।
ওগো, রুপোলি বাঁকা চাঁদ
সোনালি রঙে রঞ্জিত
রবির আলো সঞ্চিত
সপ্তপদী নায়ে ভেসে
ভাঙ্গাও আলোক বাঁধ ।


৫।
তোমারি নাম শুধু প্রচারিত হোক
এই মহাভূমে, জনে জনে মনে
আমি যেন রই শুধু তার গোপনে।


৬।
আমি মেঘের দলে ভাসি
আমি চাঁদের মত হাসি
আমি ভোরের মত মিলিয়ে গিয়ে
আবার ফিরে আসি।


৭।
আমি শুধু চাঁদরে ডাকি
চাঁদটা ডাকে কাহারে?
আমিই কেবল তারে দেখি
সে দেখেনা আমারে!


৮।
মেঘ পরীরা মেঘেই উড়ুক
শ্বেত পালকের নায়
ফুলের কাছে মৌ শোভা পাক
চাঁদটা তোমার পায়!


৯।
যদি মোর দুঃখের সাথী নাইবা হলি
সুখের সাথী কিসে?
সদা শরাব পানেই ধরলি বাজি
ভয়টা কিসে বিষে?


১০।
হারিয়ে যাব পাহাড় চূড়ায়
হারিয়ে যাব বনে
হারিয়ে যাব বন্ধু তোমার
গভির আলিঙ্গনে।