কালের তুমি
জাবির আল মাহমুদ


থাকবে না কোনো সেরা প্রিয় কাল দিকের ভিড়ে,
রইবো একা বাস্তব নিয়মের মতো অচেনার তীরে!
জানা ছিলো সব স্বপ্নছায়ার মায়া অচেনার দলে,
একদিন সব পালাবে শত মায়াবী ছলনার কৌশলে।
তবে বিশ্বাস ছিলো তুমি রবে মোর তীরে সর্বসময়ে;
রবে শুধু তুমি মোর অতীব চেনা মায়ার প্রীতি হয়ে,
রবে শুধু তুমিই যে মোর হয়ে আমারি আপনলয়ে,
ছিলো যেমন আছে তেমনি থাকবে মোর ভাবনায়-
                             তোমারি প্রীতির শ্রেষ্ঠত্বটাই।।