হারিয়ে গেছি সেই কবে অন্ধকারে
অন্ধের মতো পথ ভুল করে
হাতে রেখে শুধু স্মৃতির ফর্দ ভেবেছি ঠিকানা;
সেই আজ রয়েছি অজানা-অচেনা স্তব্ধ বিজনঘরে
যেথায় আকাশের বুক নিকষ কালো
আর তাঁরারা শুধু অভিমানে খসে পড়ে
পাহাড়ের বুকে ঝর্না নীরবে করে খেলা;
স্মৃতির রথ সেথা নিবে জানা ছিলোনা !
    
---------------------------