সূর্যের বুক থেকে আলো ধার নিয়ে—
স্নিগ্ধ হয় ফুটো চাঁদ
তারপর পৃথিবীর অন্ধকার-কফিনে ঢুকে
ছড়িয়ে দেয় তার শরীরের সমস্ত স্নিগ্ধতা
আর রাতের পৃথিবী শুষে নেয় দিন অবধি
রাত ফুরিয়ে আসার সাথে সাথে
স্নিগ্ধতা ও ফুরিয়ে আসে চাঁদের
আর তখনই দিনের আকাশে
নির্লজ্জের মতো লুকিয়ে যায় চিরঋণী চাঁদ


নয়তো কি করে সে শোধ করবে সূর্যের ঋণ?


শুধু সূর্যটা অযথাই খুঁজে বেড়ায়
পৃথিবীর পুব থেকে পশ্চিম দিক—ঘুরে ঘুরে প্রতিদিন।


----------------------------