দুপুরে, পুকুরে হাতপা ধুতে গিয়ে দেখি
পদ্মাপাতার উপর দু'টো ডাহুক-ডাহুকী
আমাকে দেখে, সরসর...
তারা চলেগেল ইকরের ঝোপের ভেতর।


সেই দৃশ্য সুন্দর: পুকুরে কালোজল
লালপদ্ম। সবুজপাতার উপর
ডাহুক দু'টির হলুদপা, লম্বা নখ
হলুদরঙা ঠোঁট
নীরব দুপুর- চেয়ে দেখেছি অনর্গল !


তারপর বিকেলে যেয়ে দেখি—
গলাছেড়ে, শব্দনিঝুম
একা একটি ডাহুক তার সঙ্গীনীকে হারিয়ে
ডাকছে:- গ্রুুউম গুরুম গ্রুুউম
এভাবে রাতভর ডেকে ডেকে
গলা দিয়ে রক্ত উঠে, সকালে মরা ডাহুক
পরে আছে কচুরিপানার ওপরে...


আমি শুধু ভাবি, এমন একটি সুন্দর দৃশ্য
অদৃশ্য হয় কি করে?


----------------------