আজ বহুদিন হলো দু’জনার-
হয় নাকো দেখা আর
তুমি চলে গেলে তারপর;

দু’দিকে দু'জন একই শহরে
মাঝখানে বেদনার পাহাড়ে
অশ্রু জমে চূড়ায় বরফ হয়ে,
তুমি যেন পাহাড়ের ওপারে
পাদদেশে কঠিন পাথর;

আর আমি এপারে ঝর্ণা হয়ে
তারপর থেকে অপেক্ষায় চিরদিন;

যুগযুগ পরে এ জনম-সংসারে
হবে কি আর দেখা কোনোদিন ?

----------------------