কিছু স্মৃতি যুগে যুগে চোখে ভাসে।
কিছু স্মৃতি যুগে যুগে কানে বাজে।
কিছু স্মৃতি দিনে ভাবায়!
কিছু স্মৃতি রাত জাগায়।


স্মৃতির সার্কিটে স্মৃতিগুলো থাকবেই!
স্মৃতির যে মরণ নেই।


আমার অতীত স্মৃতিতে বেঁধে আছে কষ্ট।
আমার অতীত স্মৃতিতে জড়িয়ে আছে কান্না।
আমার অতীত এক বেদনাদায়ক পাহাড় দিয়ে সৃষ্ট!


স্মৃতিতে জড়িয়ে থাকা কষ্ট বুকে নিয়ে কি চলা যায়?
ভাবছিলাম আমার অতীত কে ভুলে যাবো
মুছে দিবো ইরেজার দিয়ে।
কিন্তু এমন ইরেজার কি আছে
যে স্মৃতি মুছে দেয়?


বার বার ঢেকুর তুলে,
বার বার ঢেকুর তুলে আমার বিষাদিত অতীত!
আমাকে তাই কাদঁতে হয়।
চোখের জল ঝরাতে হয় প্রতি রাত!


স্মৃতিগুলো কাঁদায়।
স্মৃতিগুলো চোখের জলে ভাসায়।
আবার স্মৃতিগুলোই এক ডিঙি নৌকা হয়ে
বয়ে নিয়ে যায় আমার অতীতের এক নিঝুম দ্বীপে।


সেই নিঝুম দ্বীপ আমার ক্রন্দন স্থান।
সেই নিঝুম দ্বীপে বেঁধে আছে আমার কষ্টের প্রাণ!