শ্মশানঘাটে রাখা একটা অ-পোড়া লাশ
খাবলে খাচ্ছে শকুন।


কাকপক্ষীর বিষাদ ডাক
দূর থেকে দেখছে একটা পোষা পাখি। পাখি টি
অ-পোড়া লাশেরই পোষা পাখি!


পাষাণের মতো চেয়ে আছে লাশের দিকে
আর দেখছে শকুনের খাবলে খাওয়া।
পাখিটির সাধ্য নেই শকুনকে তাড়িয়ে দেওয়ার
সে যে খাঁচায় বন্দী!
চোখের কোণে একটুখানি জল। মায়ায় কাঁদে!


তারপর এভাবেই অ-পোড়া লাশের সমাধি
শকুনে খেয়ে খেয়ে।