হেমন্তে, নলবনে নেমে এলো
পরিযায়ী পাখি পিয়ং হাঁস।
আবার বসন্তের আগেই
চলে গেলো নিজ বাসভূমে।


আমার চোখে শুধু দগদগে ভেসে ওঠে
তার শান্ত-নিবিড় চলা।
অহর্নিশ এখনো কানে বাজে—
শিসের মতো- শাঁইশাঁই
ডানাঝাপটানোর আওয়াজ;


আমি তাই বসন্ত গুটিয়ে, নীরাই
হেমন্তকে ডেকে যাই আজ !


----------------------