.             চৈত্রের রোদ কাঠফাটা।
  কি মিষ্টি বাতাস দেয় তালপাতার হাতপাখা টা!  
  রোদে বেরোলে সঙ্গে রাখি বেতবাঁশের ছাতা টা।


               শীত এসেছে ঋতুতে
            সম্পর্ক তাই লেপের সাথে।


             লেপ জড়িয়ে শান্তির ঘুম
             ওম দেয় ওম কতো ওম!


         হাতপাখা টা নিখোঁজ হলো এবার
               তার আর কি দরকার?


              আর ছাতাটা অবহেলায়
          পড়ে আছে ঘরের এক কোণায়!



.
     নেই কিছু আর  যাকিছু আমার
           সবই জেনো স্মৃতি,
   স্মৃতি শুধু স্মৃতি— স্মৃতি যেন কীট
    স্মৃতির নেই ইতি— ভরা সার্কিট
      আহা মোর হাহাকার যেনো;
            অহর্নিশির অতিথি!


২৩/০৮/২০২১
এস.এম জাছিম।


কবরস্থান
--------


তিমিরাচ্ছন্ন কিংবা জলন্ত সেই ল্যাম্পপোস্টের শহরে
একাকী হেঁটে ঘেঁটে আজ ম্লান;
নীরব শুনি বাতাসে কে যেনো শোধায় শেষ প্রান্তরে
আজি হবে বুঝি ভবে অবসান।


শুধালো— ‘কবরস্থান’?



আসছে যাচ্ছে শ্বাস-প্রশ্বাস
মাঝে-মধ্যে দীর্ঘশ্বাস
দীর্ঘশ্বাস গরম বাতাস;—
আগুন কি তায় করছে বাস?


কাঁচা গতর পুড়ছে ভেতর
ভেতর লাশ! ভেতর লাশ!
কোন বিরহ জানে না কেহ
হায় উতাশ!  হায় উতাশ!


দু’টি রুবাই-কবিতা


বেরিয়ে এসেছে তার ভেতরের কঙ্কাল,
ধন্যে শূন্য সে— জাতে ও চণ্ডাল!
তার নাম কি লেখা যায় মানুষের খাতায়?
তবে মানুষের মতোই তাহার রক্ত লাল।


°


অহংকার পতনের মূল, এর এক প্রমান:
জান্নাত থেকে বিতারিত ইবলিশ শয়তান।
যা করেছ পাপ-অহংকার করিও না আর
পৃথিবী টা ক্ষনস্থায়ী— পূন্যের কর্মস্থান!


১১-১০-২০২১।
এস.এম জাছিম


--