.


       ভুবন-বক্ষে  আকাঁ  কতো  বাঁকা পথ
        চক্ষে হেরিয়া সৎ  চালো জীবন-রথ
              থেকো সদা বিরত অসৎ।


       পথে পাপিষ্ঠ যত কাটা ফেলিবে শত
        চরণে পরে খরম হও  যাত্রায়  ব্রত
               তবু যেন মস্ত নয় নত।


বিত্ত-আকর্ষণে পাপে প্রবল টানে চক্ষু হেরি শান্তি প্রভূত
          লুঠে শান্তি ছলনে  সদা বিত্ত স্বরণে
                ধরিও না মগজে ক্ষত।


        পথের  রাহী মোরা—ক্ষণিকের  পথ
        আচমকা হাজির জেনো মৃত্যুর দূত


           ক্ষণ জীবনে মরিয়া হও অমৃত!