সুনসান রাইত, ঘুমন্ত-ভুবন
পাখির মতো উড়ে আসবে সনাতন-
স্মৃতির দল। এসে খামছে খাবে মগজ।
পাহাড়ের চূড়ায় গলবে কঠিন বরফ
আর নীরবে গড়াবে ঝরনার জল।


আকাশের বুক থেকে খসে পড়বে কিছু
আগুন নেভা তাঁরা। পাষাণের মতো
লুকিয়ে যাবে চাঁদ, রাতকে অন্ধকার করে


ঠিক ত
যাবে— দূরে-অনেক দূরে, করুণ সুরে ওই বিজন—
পথহারা পথিকের নিঃশব্দ রোদন।