চন্দ্রমা, তুমি যেন এখন একটা গুহার ভেতর।
যেখানে চিরদিন- সূর্যহীন- গাঢ় অন্ধকার


তবে তোমার আছে নিজস্ব একটা সূর্য।
তুমি চাঁদের মতো
সেই সূর্য-সোহাগে স্নিগ্ধ হও...


যাকিছু সব ভুলে গিয়ে এখন
সেখানে তোমার সংসার


আমাকে দেখো না আর - দেখতে পাওনা তুমি
গুহার বাহিরে থাকা অই ঝর্ণা আর পাহাড় !


--------------