.
           অন্নে শূন্য-ঘর
              শূন্য হাঁড়ি,
         তনু কাঁপে তরতর—
            ক্ষুদার্ত উদরি।


          মাংসে অল্প তনু
            শূন্য ক্যালরি
          রঞ্জিত- ভানুকরে
           শতো দোয়ারি।


        হাঁটি হাঁটি হাতে বাটি
             লাঠিতে ভর,
          গরমে ঘাম ঝরে
            সিক্ত কাপড়।


         ক্ষীণ কন্ঠস্বরে আল্লার-
             সিফত পড়ি,
          হাটিয়া ভিক্ষা লয়
            চাল টাকাকড়ি।


         হাঁটিয়া ক্লান্ত ভিক্ষুক
             বসিবার চায়,
        বসিয়া আচমকা মনে
          লক্ষীনু তার পায়!


        ভিক্ষাতে চাল অর্ধ থলি
           কয়েক টাকাকড়ি,
         আনন্দে সে আত্মহারা
          ফিরবে এবার বাড়ি!


      
         বাড়ি ফিরে রাত্রিবেলা
             মাত্রাধিক জ্বর,
       জ্বরে জ্বরে মরলো ভিক্ষুক
              দাফন-কবর!


______________