যপিতে যপিতে দিনমান গেলো
সাঁঝের মায়ায় পাখিরাও এলো
রাতের সাড়ায় সূর্য গেলো
তবু মোর তিথিযে এলো না।


থিতিয়ে থিতিয়ে তিথিকে খুজিয়ে
বিষিয়ে বিষিয়ে প্রানকে পিষিয়ে
জীবনে স্মৃতিকে একাকী মিশিয়ে
তবু মোর তিথিযে এলো না।


রজনী খুঁজিয়া দিবসে মিলায়ে
দিবস খুঁজিয়া আঁধারে মিলায়ে
দিবস-রজনী লুকোচুরি খেলায়
তবু মোর তিথিযে এলো না।


পূজাতে প্রসাদ প্রতিমা সাজিয়ে
ঠাকুর মশাই লগ্ন খুজিয়ে
মাটির মাঝেও দেবীকে দেখে
তবু মোর তিথিযে এলো না।


হেমেন্ত এসে শীতে মিলায়ে
যত সব আছে দিবে বিলায়ে
হেমন্ত-শীত রবে চাদরে জরায়ে
তবু মোর তিথিযে এলো না।


স্রোতোসিনী ক্ষন জীবনে কখনো
স্বপ্ন তিথি আসে কখনো কখনো
স্বপনে এসে স্বপনে মিলায়
স্বপন তিথি জীবনে আসেনা কখনো।


তবু স্বপনের দিকে তাকিয়া তাকিয়া
বন্ধুর পথ হাঁটিয়া হাঁটিয়া
স্বপ্ন তিথির পানে চাহিয়া চাহিয়া
সুখের তিথিতে নাইবা হলো মরন তিথিতে মিলিয়া