তুমি চাঁদ নও, তুমি সন্ধা তারা
তুমি দাও না আলো দাও ইশারা,
চলিতেছি পথ,তুমি দিয়েছো যে শপথ।


আমি পাহার ভেদিয়া পাথারে নেমেছি
নিজকে ভূলিয়া তোমারে চিনেছি
অযুত নিযুত বহুত ছাপিয়া
ইন্দ্র ধাঁধাঁর পলট কাটিয়া তোমারে চিনেছি।


তুমি চাঁদ নও, তুমি সন্ধা তারা
তুমি ঘুরিতেছনা আমার পানে
আমি ঘুরিতেছি তোমার শানে।


আমি বারে বারে যাই বারে বারে আসি
আমি অস্থির হয়ে উন্মাদ হয়ে তবু ফিরে আসি
কতবার আমি হারিয়ে গিয়েছি, পালিয়ে গেছি।
নিস্তার নাই নিস্তার নাই,তোমাতে জোট পেকেছি।


আমি বৃত্তের মাঝে চিত্তের সুখ
কেন পাইনা খুজে আর
তোমার বৃত্তে কত সুখ আছে বল যদি একবার।


জনমে জনমে নীল আসমানে
তুমি চির অম্লান এই মনে
আমার মনের গভীর কোনে,দেবীর স্থানে।


তুমি চাঁদ নও, তুমি সন্ধা তারা
আমারটা জীবন নয়,সন্ধা তারা ছাড়া
আমার জীবন মৃত্যু নিয়ে খেলা করে তাঁরা।


সূর্য শশী বাধা বারণ
মানিনা মর্তের কোনো কারন
গ্রথিত পণ, দিব্য স্বপন,
যা আছে মোর অন্তর করন
তুমি আমার আপনার আপনজন।