# এ্যাডমিশন (Admission)


এ্যাডমিশন এ্যাডমিশন,
বাড়ায় শুধু টেনশন।
বাবা-মায়ে স্বপ্ন দেখে;
আমাকে যে পড়তে হবে,
বিশ্বমানের পাঠশালাতে।


এ্যাডমিশনে এ্যাডমিশনে
যুদ্ধ হবে প্রাণ পণে,
যুদ্ধ হবে অস্ত্র ছ্ড়াই
শুধু মাত্র কলম দিয়ে।


বিজয় হলে ভর্তি হব;
বিশ্বমানের পাঠ শালাতে।
ব্যর্থ হলে ছিটকে যাব
গতিশীল এই বিশ্বথেকে।


                   এজন্য লড়বো আমি
                 এ্যাডমিশনের যুদ্ধ ক্ষেত্রে।


যেদিন আমি পাব চান্স
বিশ্বমানের পাঠশালাতে,
সেদিন আমি মুক্ত পাখি
উড়বো ঐ নীল আকাশে।
(৩০-০৯-২০১৬)



(কবিতাটি নিয়ে দুটি কথা না বললেই নয়।আমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করে দিন রাত একাকার করে পড়াশোনা করছি;চান্স পাব কি পাবনা এরকম একটা পরিবেশে ; সেই সময়ে অত্যন্ত আবেগ নিয়ে কবিতাটি লিখেছিলাম।


তারিখঃ৩০-০৯-২০১৬
সময়ঃরাত ১০.১০ মিনিট)