এক রাশ মুগ্ধতা


একরাশ মুগ্ধতা নিয়ে  
তাকিয়ে আছি তোমার দিকে,
অপলোক দৃষ্টিতে দেখি আর বিস্মিত হই।


খুব সূক্ষ সূক্ষ বিষয় দেখে
মুগ্ধ হই, যা হয়তো থেকে যায়
অন্যদের দৃষ্টির অগোচরে।


ফুটন্ত কলি থেকে ঝরে পড়া
এক বিন্দু শিশির,
ডুবন্ত, রক্তের রঙে রাঙা সূর্য
উড়ন্ত পাখি থেকে ঝরে পড়া, একটি পালক
ভাসমান পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র কীটপতঙ্গ।


এত সব সামান্য বিষয়
আমাকে বিস্মিত করে;
সেখানে তুমিতো
একাই একটি ক্যানভাস।
যেখানে আঁকা যায়
মনের রং তুলি দিয়ে ইচ্ছামত স্বপ্ন।


যে স্বপ্নের তরীতে
ভেসে চলে যাওয়া যায়,
ভালোবাসর কোন দ্বীপে
যে দ্বীপে থাকবে তুমি আমি আর আমাদের স্বপ্নগুলি।