এক পড়ন্ত বিকালে
পশ্চিমের আকাশ  যখন
আবিরের রঙ্গে মাখামাখি
ঠিক সে সময় আমাদের পরিচয়।


তার পর যত দিন গেছে
তত মুদ্ধতা বেড়েছে।
গড্ডালিকা  প্রবাহের মত
জীবন যেখানে নিত্য বহমান,
সেখানে স্রোতের বিপরীতে
একাই  দেখেছি দাঁড়াতে।


সদা নিত্য নব উদ্যোমে
নিজের লক্ষ্যে এগিয়ে চলে
নিজের অধিকার আদায় করে,
নিয়ম করে নিয়ম ভাঙ্গতে দেখেছি।
কারণ জেনেছি, ভালো কিছু গড়তে হলে
নতুন করে ভেঙ্গে গড়তে  হয়।


বাইরে থেকে যেরূপ দৃশ্যমান
ভেতর থেকে ঠিক তার
বিপরীত মেরুতে অবস্থান।
যেগুলো দেখে মনে হয়  রুঢ়তা
সাথে চললে বুঝবে সেসব দৃঢ়তা।


আসলে চোখের দেখায় যায়না বলা
কোনটা ভালো কোনটা হীন।
ভালো খারাপ ভিতরের বিষয়
বাইরে থেকে তা বোঝার
নেই কোন উপায়।


কিছু শব্দ প্রকাশিত হল
সহস্র  শব্দ  হৃদয়ে রইল।
জন্মদিনের একটাই চাওয়া
আরো বেশি পূর্ণতা।


---শুভ জন্মদিন