বোঝেনাতো কেউ হৃদয়ের ঢেউ
আছড়িয়ে কেন পড়ে পাড়ে।
কেন সে ঢেউ উঠেছিল হৃদয়ে?
খোঁজে নাতো কেউ ;জানে নাতো কেউ।


মানে নাতো কেউ , হৃদয়ের শত নিষেধ -
করেছিল সেদিন, হয়েছিলে যেদিন সে তারে।
হাটে নাতো সেই সোজা পথে কেউ
যে পথে হেটে, পেয়েছিল কত প্রেম অনাদরে।


এ যেন রাত, তারা ভরা দেশ
ক্ষনিক বাদে, মেঘে ঢাকে কেশ।
হয়ে যায় আলো, নিকেশ কালো
তারাগুলো সব ঢেকে যায় আধারে।
কালো রাতে কালো কেশে সারারাত
জেগে থেকে ওঠে সে হেসে, সে রাতে।
এরপর কেটেগেছে বহুরাত প্রেমহীন সে ছাড়া এভবে।
বোঝেনাতো কেউ হৃদয়ের কূল
তারোত হয় মাঝে মাঝে হয় ভুল।