বিষম অসুখে পেয়েছে
মনটাকে আজ
তাইতো এ নিশিতে
মনের শরীর খারাপ
একটি  ছবি আছে
মনের পটে আঁকা
ধরণীতে কেউ তার
পাবে না আর দেখা।


আঁকা শেষে সেই ছবিটা
নিজেই মুছে ফেলি
যতই মুছি তবুও থাকে
ছবির সেই ছাপ
মনের মাঝে সেই ছবিটা
ছড়িয়ে যায় তাপ।


তাপের চাপে মন আমার
ভাঙ্গে চোরে ভাসে
মনের শত কষ্ট নিয়েও
মুখ আমার হাঁসে।