নবীন নবাগত বসুন্ধরায়
প্রবীণ প্রস্থান স্মৃতির পাতায়,
নবীন আসে প্রবীণ যায়
মোদের কোন বদল নাই।


প্রবীণ যবে নবীন ছিল
ভরা যৌবন উচ্ছ্বসিত,
নিজ হস্তে ক্ষয় করেছি
জয় করিনি কিছুইতো।


দিনে দিনে ঋণ বেড়েছে
সম্পদ সম স্বল্প,
রিক্ত হৃদয় ব্যক্ত করেছি
জ্ঞান আহোরন অল্প।


সুপ্ত যা ছিল তা
রয়েই গেছে অনুক্ত,
বহু ক্ষয় আর জড়তা;
ব্যর্থতার সাথে যুক্ত।


অর্জন যা অতিনগণ্য
ব্যর্থতায় তা পর্যবসিত,
এসব নিয়েই সেদিনের নবীন
হয়ে গেছে আজ প্রাচীন প্রবীণ।



নব্য নবীন এসেছে ধারায়
নিত্য নতুন সম্ভাবনায়,
ব্যর্থতা সব ইতি টেনে
নতুন আশায় স্বপ্নবুনে।


লক্ষ্যগুলো ঠিক রেখে
পরিশ্রম আর ধৈর্যধরে,
বিজয় মাল্য ছিনিয়ে এনে
হতে হবে বিশ্বজিৎ।


           _______  #নবাগত_নবীন