অনিবার্য চিন্তন


চোখ দুটি বন্ধ করো
মিনিট দুয়েক চিন্তা করো।
ধরো,
তুমি মৃত;
দুইশ বছর আগেই গেছ মারা ।


পৃথিবীতে এখন আছে যারা
তোমার রক্তের সম্পর্করা
তোমার উত্তরসূরি তারা।


তুমি যখন জীবিত ছিলে
তাগড়া জোয়ান যুবক মুরদ
তখন তুমি বাদশা ছিলে।


চারিদিকে নাম ছিল
তোমার অনেক দামছিল
রাজ্য ছিল রাণী ছিল
কত শতপ্রজা ছিল।


মনোরম প্রাসাদ
সিন্ধুক ভর্তি সোনা দানা
রূপা হিরে  আরো যহোরত।
কি দাপট!


হঠাৎ একদিন  কি যেন কি হয়ে গেল
হৃদযন্ত্র বন্ধহল,  শ্বাসপ্রশ্বাস থেমে গেল।
দু'শ বছর হয়ে গেল।


বিশ্বব্রহ্মাণ্ডের অধিশ্বরের
নিকট কৃপা ভিক্ষাকরে
পৃথিবীতে এলে
নিজ রাজ্যে, যেখানে এখন তোমারি  উত্তরসূরিদের বাস


রাজ্য আছে যদিও রাণী নাই।
প্রাসাদআছে যদিও রক্ষী নাই।
জানালা ও দরজা আছে যদিও পাল্লা নাই
এখন কেবলি নাই আর নাই!


তুমি দেখছো ঘুরছো
হঠাৎ একজন জিঙ্গেস করলো তোমাকে; কে আপনি?


তুমি বীরদর্পে বললে
আমি এ রাজ্যের মালিক।


লোকটা হসলো।
তুমি অবাক হলে।
পাগল, তারা আমাকে পাগল  সাবস্ত করলো।
তুমি মনের  ক্ষোভে পুনরায় পাড়ি জমালে পরপারে।


এবার আঁখি মেল আরো
দুমিনিট চিন্তা কর।
তোমা কি করার কথা আর
কি করছ?