পৃথিবী ঢেকে গেছে অদ্ভুত আঁধারে
সূর্যের মত এ আঁধার ছড়িয়ে পড়েছে
   আমারই হৃদয় হতে।


মন থেকেই ভেবেছিলাম,  মানুষ হব!
সবার  মনের মত করে।
এজন্মে তা আর হওয়া হলো না যে!


এখন ভাবি ফানুস হবো
কৃত্রিমতাকে জড়িয়ে ধরে
উড়ে যাব দূর দিগন্তে।
সুযোগ বুঝে ধ্বংস হবো
কোনো এক নির্জন প্রান্তে।


নিজের যা ছিল,
অনেক আগে গেছে পুঁড়ে।
এখন কিছু, কয়লা আছে
জায়গা গুলো দখল করে।
ডাস্টবিনের  উচ্ছিষ্টাংশের  মত
ভীষণ ভাবে অপ্রয়োজনী হয়ে।


প্রতিনিয়ত ছিন্নভিন্ন আর জর্জরিত হয়ে  
তবুও আমি নাট্য মঞ্চে উপবিষ্ট  
নায়কের আসনে,  সবার সামনে।


সমাজ,  সম্মান আর বাস্তবতা উপেক্ষা করেও
করিনি উপেক্ষা কত কিছু ভেবে।
যদিও পারি,
পৃথিবীর সবচেয়ে দামি বস্তু মাড়িয়ে চলে যেতে এক মুহূর্তে।


কিছুই করি না কারণ
আমি শান্তির পক্ষে
আমি না থাকি,
তবুও যেন সবাই  থাকে
অনেক বেশি শান্তিতে।