এ কোন বসন জোটালে গো কলেবরে
বখাটের শিষ বাজে শুন তব তরে।
কোমর দুলিয়ে ওরে কার মন কারো
শুভ্র অঙ্গ দিয়ে কার মন নাড়ো
নিজেই যদি নিজ সাপ কুড় কার কি !!
তেঁতুল দেখলে গো লুলু রয় কি বাকি?
বেশ্যার চেয়েও ঘৃন্য লাগে তব দেখে
আজগুবি সব লাগালে অধর-মুখে।
পর কেহ নয় দেখবে এ সব জায়া
তা ভুলে আজ ওগো কারে লাগাও মায়া।
তোমাদের তরেই সমাজে নাই সুখ
দর্শাও কেমনে আজ বেহায়া মুখ
তোমরাই বাপু এ ধরার কলুষিতা
তোমরাই হলে সব নষ্টের হোতা।


08-06-2014
02:35 pm