ভেঙ্গে ফেল ঐ রুদ্ধ দ্বার
আসবে জয়
যাও পেরিয়ে খুন পারাবার
হবে না ক্ষয়।


এলো হায় ভাসি প্রাচীর ভেদি
এ কোন ধ্বনি
ঐ যে কারায় কাদের রোদন
আজ গো শুনি
চারদিকেতে চলছে মাতম
কেন গো আজ
রক্ত পিয়াসু উথলা কেন
হারিয়ে লাজ।


রাজপথ আজ পিছিল দেখ
মুমিন-খুনে
সম্মুখে এলে ধরে ফেলে কে
হেঁচকা টানে
দাও ছেড়ে দাও আছলটা গো
দেখব আজ
রক্ত পিয়াসু কেমনে দেখি
পরে গো সাজ


খুদার জমীন কেমনে ভরে
মুমিন খুনে
বাচাও বলে চিৎকার দেয়
কোন সে জনে
কই গেলি আজ কই গেলিরে
আয়রে ছুটে
দিপ্ত শপথ নিতে হবে গো
এ সংকটে


বাজে ঐ শুন প্রলয় বিষান
পররে সাজ
হস্তে কৃপাণ জোর কদমে
আগাও আজ
মুছতে হবে মাজলুমানের
নয়ন-নালা
সব বাধা-ছাদা ফেলে উপাড়ি
আগুন জ্বালা


(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)


রচনাকাল
বিকাল ০৪ঃ৪৫ মিনিট
১৫-০৪-২০১৪ ইং