জ্‌বালো রে প্রদীপ শিখা
ভরুক আজ
রজনীর ঘন রেখা
মুছুক ঝাঁঝ।


সিচরে অতল নদী
রত্নাকর
আনরে বিভব-নিধি
মণি-ভূধর।


মুছে ফেল যত গ্‌লানি
সব ভীরুতা
ছুড়ে ফেল অভিমানী
আড়ষ্ঠতা।


ঋষি,ঋজু সেজে বসে
না থাক কভু
আসুক না জঞ্জাল
আগা'রে তবু।



থামারে বারিধি ঢেউ
থেমে যাক তা
আটকারে  সাইমুম
থামুক হেথা'


ধরে আন বনরাজ
উঠরে ঘাড়ে
ছুটে চল পরে সাজ
থামায় কে রে!


গগন ভেদিয়া যাব
ঐ শশধরে
কাটব সাতার আজ
ঐ পয়োধরে।



উত্তাল বারিধির
ধরব টুটি
তরঙ্গ দেখি যায়
কইরে ছুটি।


ধুলায় মিশাব শুন
ঐ মহীধর
অবনত করব রে
ঐ ফনাধর।


সমীরণ আটকায়ে
বোতলে পুড়ি'
ছুড়িব গো জলধরে
অবনী নাড়ি'


গগন ভেদি ভু চ্‌ছেদি
আনব জয়
রাখব বাহুবলে গো
এই বিজয়।


পরাজয়রে শিকলে
ঝুলায়ে দিব
কর্মের সব ঘাঁটি
এ কাধে নিব।


(অনিচ্‌ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)


রচনাকাল
রাত ১১ঃ৩০ মিনিট
১৮-০৭-২০১৪ ইং