মন চায় ডানা মেলে
আকাশে উড়ি
পৃথীবিটা ভাল করে
মুঠিতে পুড়ি।


অতল বারিধি সব
সিচিয়া ফেলি
কাননের ফল সব
গো গ্‌রাসে গিলি।


সবুজের সমারোহ
সামনে আনি
মন-প্রান দিয়ে আজ
মুছি গো গ্‌লানি।


বেণুবনে বসে কভু
ঝিমুতে থাকি
অপরুপ ধরাটাকে
হৃদয়ে আকি।


নদী-তটে বসে বসে
চিত্তে আনি
মায়াবী কাশবনের
সকল গ্‌লানি।


গহীন গহনে কভু
হারিয়ে যাই
বিটপীর শিখড়েতে
দেহ বসাই।


রবির কিরণটাকে
হৃদয়ে ধরি
শশধরের আভাকে
প্রানেতে নাড়ি।


চোখ মেলে চেয়ে থাকি
খেচর পানে
উল্লাসে হেসে উঠি
তাদের গানে।


রচনাকাল
রাত ১১ঃ৩০ মিনিট
২১-০৭-২০১৪ ইং


রচনাস্থান
নিজ বাড়ী


(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)