অংগুলি ধরে ধরে আনলে এ পথে
জ্‌বাললে প্রদিপ-শিখা অন্ধকার রাতে


কূলহারা তরী পরে চললাম ভাসি
বিজলীর চমকেতে দেখি রুঢ় হাসি।
ভয়ে ভয়ে কাদি শুধু যবে তরী পরে,
কূলহারা হয়ে কিরে যাব আমি মরে?


তখন আমায় তুমি অভয় শুধালে
দূর থেকে কাছে টেনে আপনেতে নিলে।
তরীর কান্ডারী হয়ে ভিড়ালে যে তটে
আভির্ভূত হলে তুমি খুব সংকটে।


তোমায় ভুলব আমি চাইনা এ দিন
পারব না কোন দিন শুধতে যে ঋন।
তাই আমি প্রভু তরে চেয়ে চেয়ে বলি
তার পরে থাকে যেন সুখ ডানা মেলি।


রচনাকাল
রাত ১০   ঃ ৩০ মিনিট
০৬-০৭-২০১৪ ইং


(অনিচ্‌ছাকৃত শাব্দিক ত্রুটি মার্জনীয়)