চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
গগনেতে ঐ
কইরে আমার জুতা জুড়া
নতুন কাপর কই।


কইরে আমার কালো টুপি
বীর ওমরের শেরের রুপী
ঈদ খুশিতে লাফালাফি
সকাল বেলায় ঝিলে ঝাপি
কই গেল সব কই গেলরে
কই গেল আজ কই
সকাল বেলার ঘুম ভাঙানো
কোকিলটা আজ কই।


জায়নামাজটা মনে পরে
ভুলব তা যে কেমন করে
হাতে নিয়ে রাস্তা পরে
খুশির আমেজ ভরা রবে
তাকবির বলে ঈদগায় যাওয়া
কই গেল আজ কই
আজ আমি আজ সবকে ফেলে
একা পড়ে রই।


সেই সকালে ঘাটে যাওয়া
মায়ের হাতের পিঠে খাওয়া
সন্দেশ পায়েস আর কত কি
সেমাই তো আর রয় না বাকি
মনের সুখে পেঠের ভুখে
খাওয়াটা আজ কই
শিশির ভেজা সকালের ঐ
কুরবানিটা কই।


শুয়ে শুয়ে লেখা-লেখি
কাব্য সাথে মাখামাখি
কলম ধরে ধিরে ধিরে
কাব্যে ভরি শোকরে রাখি
কি করব আর একলা ঘরে
একা থাকা বৈ
আজকে মায়ের আদর ছেড়ে
একলা পড়ে রই।


রচনাকাল
সকাল ১০ঃ১০ মিনিট
০৬-১০-১৪ ইংরেজী
(১০ জিলহজ্জ ৩৫ হিঃ)


রচনাস্থলঃউমরপুর মাদ্রাসা,সিলেট(নবম শ্রেণী কক্ষ)


(অনিচ্ছাকৃত শাব্দিক ভুল মার্জনীয়)